• সদ্যপ্রাপ্ত সংবাদ

    দশ বছরের এক শিশু'কে কলা খাওয়ানোর কথা বলে ধর্ষণ!

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে কলা খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযােগে মনসুর আলী (৬৫) নামের এক কলা ব্যবসায়ীকে পুলিশে সােপর্দ করেছে এলাকাবাসী।

    শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মােড়ালি ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।  পরে শিশুটির বাবা বাদী হয়ে, শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
    স্থানীয়রা জানান , শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কলা খাওয়ানাের কথা বলে শিশুকে নিজ ঘরে নিয়ে যান এবং জোর করে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লােকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ও ধর্ষক মনসুর আলীকে আটক করে।

    এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হােসেন জানান, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠায়।

    এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

    প্রকাশিত: শনিবার ৮, অগাস্ট ২০২০