• সর্বশেষ আপডেট

    ময়মনসিংহের নান্দাইল জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

    ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ- জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েন নান্দাইল উপজেলার সর্বস্তরের মানুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৫ই আগষ্ট) সকালে উপজেলা সদরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে   প্রথম শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পন করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন,উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দীন ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো:এরশাদ উদ্দিন,  উপজেলা বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সহ আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
    পরে সকাল ১১ টায় উপজেলা হল রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা পুরস্কার বিতরনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদ উদ্দিনের সভাপতিত্বে শোক দিবসের আলোচনায় বক্তব্য রাখেন: সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,পৌর মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নির্বাহী অফিসার মো: এরশাদ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)শারমিন ইয়াসমিন,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ,উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মাজহারুল ইসলাম,আচারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ অনেকেই।

    বক্তরা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু হত্যাকারী বাকী আসামীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানান। একটি কুচক্রি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, তাই তাদের বিরুদ্ধে সকলকে সচেতন থেকে দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা কামনা করেন বক্তাগণ।

    প্রকাশিত: শনিবার ১৫, অগাস্ট ২০২০