• সর্বশেষ আপডেট

    করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার

    দক্ষিণ আফ্রিকা পুরুষ দলের দুই ক্রিকেটারের করোনাভাইরাস ধরা পড়েছে। আপাতত তারা সেলফ-আইসোলেশনে আছেন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ। তবে আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।

    দেশটির ৩২ খেলোয়াড়কে নিয়ে গত মঙ্গলবার থেকে চলছে একটি কালচার ক্যাম্প। শেষ হবে আগামী শনিবার। এই ক্যাম্পের আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের মোট ৫০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেখানে দুই জনের পজিটিভ আসার কথা জানালো দেশটির ক্রিকেট বোর্ড। তারা চার দিনের এই কালচার ক্যাম্পটিতে যোগ দিতে পারবেন না।

    উল্লেখ্য, ক্রিকেটারদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কারণ, দক্ষিণ আফ্রিকার কয়েকজন সাবেক খেলোয়াড় কিছুদিন আগে দলটির মধ্যে বর্ণবাদের সংস্কৃতি রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন।

    প্রাক্তন দলনেতা ও সিএসএ’র বর্তমান ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ অবশ্য  বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ১১ বছর দায়িত্বে থাকলেও এ জাতীয় কোনো ঘটনার কথা কখনও শোনেননি তিনি।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২০, অগাস্ট ২০২০