• সর্বশেষ আপডেট

    গাজীপুরের টঙ্গীতে তলিয়ে গেছে কোরবানী পশুর হাঁট।

    মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ- গাজীপুরের টঙ্গীতে তলিয়ে গেছে কোরবানী পশুর হাঁট।মাত্র কয়েকঘন্টার টানা বৃষ্টিতে হাটু পরিমাণ পানিতে তলিয়ে টঙ্গীর মেঘনা রোডে বিস্তার কৃত কোরবানী পশুর হাঁট।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁটু পরিমাণ পানিয়ে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন জায়গা কোরবানীর পশু নিয়ে আসা বিক্রেতাদের। এছাড়া হাঁটে বৃষ্টির পানি জমে থাকায় নেই ক্রেতাদের ভিড়। পানি নিষ্কারশনের কোন ব্যবস্থা না থাকায় দূর্ভোগে ভুগছেন ক্রেতা এবং বিক্রেতারা।

    তাছাড়া গতবারের তুলনায় এবার মহামারি করোনাভাইরাসের জন্য হাঁটে নেই তেমন ক্রেতার ভীড়। তুলনা মূলক ভাবে বিক্রেতারা পাচ্ছেনা পশুর দাম। এদিকে টানা বৃষ্টিতে ঢাকা-ময়মনসসিংহ মহাসড়কে দুপাশের রাস্তায় পানি জমে থাকায় শুরু হয়েছে যানজট।

    ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের চলাচলের গতি বেড়ে যাওয়ায় গাজীপুর মহানগর এলাকায় যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ১০মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা। এতে করে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানা গেছে।

    প্রকাশিত: বুধবার ২৯, জুলাই ২০২০