• সর্বশেষ আপডেট

    সৌদিতে ঈদুল আযহা' উপলক্ষে ২ সপ্তাহের সরকারি ছুটি ঘোষণা

    মোঃ ওমর ফারুক, সৌদি আরবঃ- সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা' উপলক্ষে ২ সপ্তাহের সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির সরকার। 

    সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা' উপলক্ষে সরকারি চাকুরীজীবিগন পাচ্ছেন ২ সপ্তাহের ছুটি এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকুরীজীবিগণ পাচ্ছেন ৪ দিনের ছুটি।

    সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবে সরকারি চাকুরীজীবিগণ এবারের ঈদুল আযহা' উপলক্ষে ২ সপ্তাহের ছুটি পাচ্ছেন। অর্থাৎ আগামী ২৬শে জুলাই থেকে ৯ই আগস্ট পযন্ত ২ সপ্তাহের ছুটি পাবেন। ২৩শে জুলাই বৃহস্পতিবার  অফিস করার পর  সরকারি চাকুরীজীবিগন আর অফিস করতে হবে না, কারণ শুক্রবার ও শনিবার সপ্তাহিক ছুটি এবং ৯ই আগস্ট পযন্ত ছুটি। 

    আর প্রাইভেট সেক্টরে অর্থাৎ বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করা চাকুরীজীবিগণ পাবেন ৪ দিনের ছুটি।অর্থাৎ ৩০ তারিখ থেকে ৩ ৮আগস্ট পযন্ত। ২৯শে জুলাই অফিস করার পরে চার দিনের ছুটি কাটিয়ে ৩ আগস্ট আবার কাজে যোগদান করতে হবে। 

    সৌদি আরবে ঈদুল আযহা' অনুষ্ঠিত হবে আগামী ৩১শে জুলাই আর পবিত্র হজ্জ ৩০শে জুলাই। 

    অর্থাৎ আরবি জিলহজ্ব মাসের ১০ তারিখে  অনুষ্ঠিত হয় মুসলমানদের অন্যতম ধমীয় উৎসব ঈদুল আযহা' সেই হিসাবে আগামী ৩১শে জুলাই জিলহজ্ব মাসের ১০ তারিখ। আরও হজ্জ অনুষ্ঠিত হয় জিলহজ্ব মাসের ৯ তারিখ অনুষ্ঠিত হয় হজ্জ এবং সেই হিসাবে আগামী ৩০শে জুলাই জিলহজ্ব মাসের ৯ তারিখ। 

    সূত্রঃ গালফ নিউজ।                                                                            

    প্রকাশিত: বুধবার ২২ জুলাই, ২০২০

    সৌদিতে ঈদুল আযহা' উপলক্ষে ২ সপ্তাহের সরকারি ছুটি ঘোষণা