• সর্বশেষ আপডেট

    চুরির অভিযোগে সৌদি আরবে ৮ ভারতীয় নাগরিক কে গ্রেপ্তার।

    মোঃ ওমর ফারুক, সৌদিআরব প্রতিনিধিঃ- সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈদ্যুতিক তার   চুরির অভিযোগে ৮ জন ভারতীয় নাগরিক কে গ্রেপ্তার করেছেন সৌদি পুলিশ।

    সৌদি পাবলিক সিকিউরিটি অধিদপ্তর ৮ ভারতীয় নাগরিক কে গ্রেপ্তার এ-র বিষয়টি নিশ্চিত করেছেন।

    বেশকিছু দিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সৌদি আরবে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিলেন তারা বিভিন্ন ধরনের চুরির সাথে জড়িত। এ-ই সংঙ্গবদ্ধ চক্রটি বৈদ্যুতিক তার ও অন্যান্য সারংজাম চুরি করতো প্রায় দীর্ঘদিন ধরে তার তাদের অপরাধ কাজ চালিয়ে আসছিলো  ।     
    সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে তারা প্রায় সাড়ে তিন কোটি রিয়ালের বৈদ্যুতিক তার ও অন্যান্য সারংজাম চুরি করেছে।

    এ-ই চোর চক্রের আট জন করে সম্প্রতি গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।   

    রিয়াদ পুলিশের গনমাধ্যম শাখার মুখপাত্র লে.  কর্ণেল শাকের আল তুয়াইজী সৌদি আরবের গনমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন এবং বলেছেন এ চক্রের সবগুলো সদস্যই ভারতীয় নাগরিক  এবং বলেছেন এদের সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

    প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০