Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  দঃ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সোনাইমুড়ীর এক যুবকের মৃত্যু।


  মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালী  সোনাইমুড়ীর এক যুবকের মৃত্যু হয়েছে।।নিহত আব্দুল মান্নান (৩০) উপজেলার ৭নং বজরা ইউপির দক্ষিণ বারাহি নগর গ্রামের এছাক বেপারী বাড়ির মফিজ উল্যার মেঝো ছেলে।রবিবার (৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার সময় বিকাল সাড়ে ৪টার দিকে জেমস টাউনের আলিয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের প্রবাসী বন্ধু সাইফুল ইসলাম জানান, বড় ভাই আব্দুল হালিমের সাথে জেমস টাউনে সে বসবাস ও ব্যবসা করতো। ব্যবসায়িক কাজে নিজ গাড়ি করে যাওয়ার পথে জেমস টাউনের আলিয়ানায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে গাড়িতেই তার মৃত্যু হয়।

  প্রকাশিত: সোমবার, ০৬ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad