Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  আজ রাতে মিথিলা জানাবেন,নিজের জিবনের অজানা কথা


  আজ রাতে মিথিলা জানাবেন,নিজের জিবনের অজানা কথা

  জনপ্রিয় সাংবাদিক, গায়ক, উপস্থাপক তানভীর তারেকের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘জীবন যেখানে যেমন’ নামের একটি আড্ডা প্রচার হচ্ছে। এখানে শোবিজসহ সমাজের নানান স্তরের গুণী মানুষদের নিয়ে আড্ডা হয়। এই অনুষ্ঠানে আজ রাত ১০ টায় অতিথি হিসেবে থাকবেন রাফিয়াত রশীদ মিথিলা। সেখানে জীবনের নানা কথা শোনাবেন মিথিলা।


  করোনাভাইরাসের এই সময়ে অনলাইন মাধ্যমে সেলিব্রেটিরা নানাভাবে ভক্ত-অনুরাগীদের সাথে রাখছেন। সেই ধারাবাহিকতায় এবার জীবনের জানা অজানা গল্প বলবেন মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।


  এর আগে তানভীর তারেকের উপস্থাপনায় এই অনুষ্ঠানটির ৩৯টি পর্ব প্রচার হয়েছে। যেখানে দেশের একাধিক গুণী তারকার আড্ডাসহ জীবনের গল্প উঠে এসেছে।


  প্রকাশিত: বুধবার ২২ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad