• সর্বশেষ আপডেট

    ৩০শে জুলাই হচ্ছে ২০২০সালের হজ্জ এবং সৌদি আরবে ঈদুল আযহা' ৩১শে জুলাই।


    মোঃ ওমর ফারুক, সৌদিআরব প্রতিনিধিঃ- আগামী ৩০ শে জুলাই ২০২০ ই রোজ বৃহস্পতিবারই এ বছরের হজ্জ পালিত  হবে বলে মনে করছেন সৌদি আরবের হজ্জ সংশ্লিষ্ট কতৃপক্ষ। এবং  সে অনুযায়ী সৌদি আরবে ঈদুল আযহা' অনুষ্ঠিত হবে ৩১শে জুলাই রোজ শুক্রবার। 

    বিশ্ব মুসলিম উম্মাহ'র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো হজ্জ।এবং ইসলামের পঞ্চম স্তম্ব হলো হজ্জ। মহান রাব্বুল আলামিন প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর হজ্জ  কে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ্জ করা ফরজ।

    প্রতি বছর আরবী মাসের ১২ তম মাসে অর্থাৎ জিলক্বদ মাস শেষ হলে জিলহজ্ব মাসের শুরুতেই হজ্জের কার্যক্রম শুরু হয়ে শেষ হয় জিলহজ্ব মাসের ১১ তারিখে। সৌদি আরবের আরবী ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাসের ২২ তারিখ রোজ বুধবার জিলহজ্ব মাসের শুরু। সেই হিসাবে ৩০ শে জুলাই রোজ বৃহস্পতিবার ৯ই জিলহজ্ব  হচ্ছে হজ্জের মূল কার্যক্রম।

    জিলহজ্ব মাসের ৮ তারিখ রাত্রেই হাজীগণ মিনায় অবস্থান করেন ৯ই জিলহজ্ব ফজরের নামাজের পর পরই সকল হাজীকে আরাফাতে ময়দানে একত্রিত হতে হয়।   আরাফাতে ময়দানেই হজ্জের মূল কার্যক্রম শুরু হয়।

    তারপরও সৌদি চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার উপরই নির্ভর করবে হজ্জের কার্যক্রম। চাঁদ দেখা কমিটি হজ্জ কতৃপক্ষ কে চাঁদ দেখে নির্দেশানা দিলেই হজ্জের কার্যক্রম শুরু হবে বলে গালফ নিউজ কে জানিয়েছেন সৌদি হজ্জ কতৃপক্ষ।

    করোনা মহামারী কারনে এবারে হজ্জ অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে এবং বিশ্বের কোন দেশ থেকে কোন হাজী এ বছর হজ্জে অংশগ্রহণ করতে পারবেন না। সৌদি আরবের অভ্যান্তরে অবস্থান করা সর্বমোট ১০ হাজার হাজীকে নিয়েই অনুষ্ঠিত হবে এবারের হজ্জ। এবং করোনা সংক্রমণের  কারণে সৌদি স্বাস্থ্য অধিদপ্তরের  নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে হজ্জ পালন করতে হবে।

    মোট কথা সবকিছু ঠিকঠাক থাকলে সৌদি আরবে আরবী ক্যালেন্ডার অনুযায়ী ৩০শে জুলাই  (জিলহজ্ব মাসের ৯ তারিখ) রোজ বৃহস্পতিবার   হচ্ছে এবছরের হজ্জ এবং সৌদি আরবে ঈদুল আযহা' অনুষ্ঠিত হবে ৩১ শে জুলাই রোজ শুক্রবার।                                         
     
    সূত্রঃ গালফ নিউজ।                       

    প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০