• সর্বশেষ আপডেট

    করোনা থেকে সুরক্ষার জন্য হাজীদেরকে দেওয়া হয়েছে বিশেষ ব্যাগ


    করোনা থেকে সুরক্ষার জন্য হাজীদেরকে দেওয়া হয়েছে বিশেষ ব্যাগ

    মোঃ ওমর ফারুক সৌদি আরবঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবছর হাজীদেরকে দেওয়া হয়েছে বিশেষ ব্যাগ। 

    বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে যখন এ বছর হজ্জ পালনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে তখন সৌদি  হজ্জ কতৃপক্ষ করোনার সংক্রমনের বিষয়টি চিন্তা করে সীমিত আকারে হজ্জ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। 

    এবছর সৌদি আরবে অবস্থানরত ১০ হাজার হাজীকে নিয়ে পালিত হবে এবারের হজ্জ। ইতিমধ্যে সৌদি হজ্জ কতৃপক্ষ ১৪৪১ সালের হজ্জ অনুষ্ঠানের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। সৌদি হজ্জ ও উমরাহ বিষয়য়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন বেনতেন বলেন এবারের হজ্জে হাজীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 


    হাজীরা যাতে কোনরকম স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সেজন্য হাজীদের হজ্জে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী এবং রোগপ্রতিরোধ ক্ষমতা আছে এমন ব্যক্তিকেই হজ্জের অনুমতি দেওয়া হয়েছে ৬০ বছরের বেশী বয়স্ক কোন ব্যক্তিকে হজ্জের অনুমতি দেওয়া হয় নাই এবং অনুমতি দেওয়া হয় নাই কোন সরকারি কর্মকর্তা বা কোন দেশের দূতাবাসের কোন কর্মকর্তাকেও। 

    মন্ত্রী বলেন হাজীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেক হাজীকে দেয়া হচ্ছে বিশেষ ব্যাগ যাতে থাকবে 
             
    ★ হজ্জে পরিধান করার বিশেষ সাদা কাপড়, ইহরাম বাধার পোশাক। 
    ★ করোনা প্রতিরোধক প্রোটেকটিভ ফেইস মাক্স। 
    ★ পুরুষদের শেভিং সামগ্রী। 
    ★ প্রয়োজনী নিজের নিরাপত্তা সামগ্রী। 
    ★ জামারাতে শয়তানকে নিক্ষেপ করার কংকর। 
    ★ ইয়ারপ্লেগ অর্থাৎ কানের প্লেগ 
    ★চোখের নিরাপত্তার জন্য আই কাভার। 
    ★ একটি ছাতা 
    ★ জায়নামাজ 
    ★ হ্যান্ড স্যনিটাইজার। 
    ★ হজ্জের নিয়মনীতি জানার জন্য হজ্জ গাইডবুক। ★ মিসওয়াক, খিলাল। সহ


     প্রয়োজনীয় ব্যবহৃত সামগ্রী এবং এগুলো সব আগেই জীবানুমুক্ত করা হয়েছে। 
    হজ্জ মন্ত্রী বলেন কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই হাজীদেরকে হজ্জের রীতিনীতিগুলো পালন করতে হবে। 

    গত ১৯ শে জুলাই থেকে শুরু হয়েছে হাজীদের কোয়ারান্টাইন এ-র পর মক্কায়  আরও ৪ দিনের কোয়ারান্টাইন শেষে হাজীরা ২৯শে জুলাই থেকে হজ্জের মূল কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২ জুলাই এ-র পরে আবার কোয়ারান্টাইন শেষে হাজীরা নিজ নিজ ঘরে ফিরে আসবেন। 

    সূত্রঃ গালফ নিউজ    

    প্রকাশিত: সোমবার ২৭, জুলাই ২০২০