• সর্বশেষ আপডেট

    গাজীপুরে বন বিভাগের জমি দখলকারীদের ঘরবাড়ি উচ্ছেদ


    মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় সোমবার সকালে বনবিভাগের জমিতে অবৈধ ভাবে দখলকারীদের  ঘর-বাড়ি উচ্ছেদ  করা হয়।

    কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন চন্দ্রা ফরেষ্ট কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলামের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়।

    বনবিভাগ সূত্রে জানা যায়,উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকার জোসনা নামে এক নারী বনবিভাগের জমিতে অবৈধভাবে ঘর নির্মান করে আসছে, এমন সংবাদ পেয়ে চন্দ্রা বিট কর্মকর্তার নের্তৃত্বে ওই অফিসে থাকা তিন /চারজন স্টাফ ঘটনাস্থলে যায়। ওখানে গিয়ে অবৈধভাবে বনের জমি জবরদখল করে নির্মিত ঘরবাড়ি ভেঁঙ্গে গুড়িয়ে দেন। 

    এর ফলে প্রায় আনুমানিক পাঁচ লাখ টাকার সম্পদ রক্ষা করা হয়। 

    চন্দ্রা বনবিট অফিসের কর্মকর্তা মোঃ মনজুরুল ইসলাম জানান, যারা সংরক্ষিত বনভুমি জবরদখল করে আছে তাদের বিরোদ্ধে এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে।


    প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২০