Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  কালিয়াকৈর পৌরবাসী টানা বর্ষনে চরম দূর্ভোগে !


  মোহাম্মদ তাজুল ইসলাম,গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরবাসী টানা বর্ষনে চরম দূর্ভোগে! বর্ষণে এলাকার বিভিন্ন ওয়ার্ড অধিকাংশ বসতবাড়ী,শিক্ষা প্রতিষ্ঠান ,আঞ্চলিক সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও মহাল্লায় পানিতে ডুবে গেছে। এর ফলে চরম দূর্ভোগে পড়েছে পৌর এলাকার হাজার হাজার কর্মজীবী মানুষ।


  পৌর এলাকার ড্রেনের পানি নিষ্কা শন ব্যবস্থানা থাকায় হরতকিতলা,কালামপুর,পল্লীবিদ্যুৎ,পূর্বচান্দরা,হরিনহাটি, বিশ্বাসপাড়া,মহল্লার বিভিন্ন আঞ্চলিক সড়ক ও আবাসিক এলাকার বসতবাড়ীতে পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও টানা বৃষ্টিতে পৌর এলাকার পাশাপাশি উপজেলার মাছের পুকুর ফসলি জমি তলিয়ে গেছে। এতে কৃষক ও মাছ চাষিদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

  প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad