• সর্বশেষ আপডেট

    ২৯ ভাগ কমিয়ে এ বছর চামড়ার দাম নির্ধারণ

    ২৯ ভাগ কমিয়ে এ বছর চামড়ার দাম নির্ধারণ

    এবার কোরবানির ঈদে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধার্য করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। যা গত বছরের চেয়ে ২৯ শতাংশ কম। আর ঢাকার বাইরে নির্ধারণ হয়েছে ২৮ থেকে ৩২ টাকা।

    রাজধানীতে প্রতিবর্গফুট খাসির চামড়ার দাম ধার্য হয়েছে ১৩ থেকে ১৫ টাকা। বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ টাকা। সকালে চামড়া নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই দাম নির্ধারণ করেন।

    মন্ত্রী জানান, করোনা এবং বন্যার কারণে গত বছরের চেয়ে কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে। দাম কম থাকায় গত বছরও ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের। অনেকে চামড়া বিক্রি করতে না পারায় পচে নষ্টও হয়ে যায়।


    প্রকাশিত: রবিবার ২৬, জুলাই ২০২০