নোয়াখালীতে নতুন করে ৪৭ জন সনাক্ত, সুস্থ্য-১৯ জন
মোঃ ইব্রাহিম নোয়াখালী: নোয়াখালীতে একদিনে ৪৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ১৯ জন।
এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৪৮৭ জন, মৃত্যু-৫৩ জন ও সুস্থ হয়েছেন ১৪৬২ জন। গত চব্বিশ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-১৩৭ জন, ফলাফল-২২৬ জন। এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ-১২৩৭৯ জন, প্রাপ্ত ফলাফল-১২৩৪৯ জন।
শনিবার ১১ই জুলাই সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-৯৩৫ জন।নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭৪৩ জন,বেগমগঞ্জ-৬৯৩জন,চাটখিল-১৪৪জন,সোনাইমুড়ী-১৩৮জন,কবিরহাট-২৭৯জন,কোম্পানীগঞ্জ-১৫৬ জন, সেনবাগ-১০৬ জন, হাতিয়া-৬২ জন ও সুবর্ণচর-১৬৬ জনসহ মোট জেলায়- ২৪৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত।
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২০