Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৫৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩,০২৭

  দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে বাংলাদেশে এই রোগে মোট ২,১৫১ জনের মৃত্যু হলো।এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও ৩,০২৭ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

  স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন ।

  সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৮,৬৪৫ জনে।

  তিনি আরও জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় ১৩,১৭৩টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।

  গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ছয় জন নারী।

  আর এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১,৯৫৩ জন। ফলে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়ালো ৭৮,১০২ জনে।

  উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

  প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad