• সর্বশেষ আপডেট

    গত ২৪ ঘন্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু,শনাক্ত ৩৭৭৫


    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৮৮৮ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৭৭৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৪৯,২৫৮ জন। ৬৯ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭,৮৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

    আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৮,৪২৬ টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৬৮২ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১৪৫৪৮৩ জন। আর গতকাল আরও ৬৪ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৮৪৭ জন। 

    আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

    দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    প্রকাশিত: বুধবার, ০১ জুলাই, ২০২০