• সর্বশেষ আপডেট

    করোনায় আক্রান্ত বিড়াল, প্রথম কোনো প্রাণী আক্রান্ত হলো

    করোনায় আক্রান্ত বিড়াল,প্রথম কোনো প্রাণী আক্রান্ত হলো

    যুক্তরাজ্যে একটি পোষা বিড়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে তার মধ্যে সামান্য উপসর্গ দেখা গেছে জানিয়েছে কর্তৃপক্ষ।

    দেশটির পশু বিষয়ক প্রধান চিকিৎসক ক্রিস্টিন মিডলমিস বলছেন, এই প্রথম যুক্তরাজ্যে কোনো প্রাণী কভিড-১৯ রোগে আক্রান্ত হলো।

    বিড়ালটির মাধ্যমে তার মালিক অথবা অন্য কোন প্রাণী আক্রান্ত হয়েছে এরকম কোন প্রমাণ নেই বলে দাবি করে কর্তৃপক্ষ।

    অন্য কোন পোষা প্রাণীও মানবদেহে করোনাভাইরাস ছড়াতে পারে বলেও প্রমাণ পাওয়া যায়নি। ওয়েব্রিজে গত বুধবার এক পরীক্ষায় এই সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে, কোনো প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলার জন্য।

    সূত্র : বিবিসি।

    প্রকাশিত: মঙ্গলবার ২৮, জুলাই ২০২০