• সর্বশেষ আপডেট

    করোনায় প্রাণ দিলেন সিএমপির ডিসি মিজানুর রহমান

    মিজানুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ করোনা মহামারির পর থেকেই নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে ডিসি মিজানুর রহমান দায়িত্বশীল ভূমিকা রেখেছিলেন।করোনা ভাইরাস সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন তিনি।

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮জুন ২০২০ থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ১৩জুলাই (সোমবার) রাত ৩টা ৪১মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন,গত ২৩ জুন মিজান স্যারের করোনা পজিটিভ আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য স্যারকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

    তিনি আরো জানান, ডিসি মিজানুর রহমান করোনাকালীন অবস্থায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,সচেতনতা সৃষ্টি এবং ত্রাণ সামগ্রী বিতরণে যথেষ্ট সহযোগিতা করেছেন।

    প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২০