• সর্বশেষ আপডেট

    গাজীপুরে ভেজাল বিরোধী অভিযান! পঞ্চাশ হাজার টাকা জরিমানা!

    মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুরঃ- গাজীপুরের পেয়ারা বাগান, ভােগড়া বাইপাস এলাকায় ভেজাল বিরােধী মােবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। হলুদ, মরিচ গুড়ার  সাথে কাপড়ে মেশানাে রং ও জর্দার রং মেশানো হয়। 

    bhejal-birodhi-abhijan

    মােবাইল কোর্ট সুত্রে জানাযায়, হলুদ, মরিচ গুড়াে করা হয় এমন একটি দোকানে অভিযান চালিয়ে সেখানে কাপড়ে মেশানো রং ও জর্দার রং হলুদ ও মরিচের সাথে মিশিয়ে গুড়াে করে সেই মসলা বাজারজাত করার অপরাধে ভােক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী তাদের ২ মাসের সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় অভিযানে সেনেটারী ইন্সপেক্টর গাজীপুর ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও বাসন থানার পুলিশ সদস্যগণ সহযােগিতা করেন। 

     বৃহস্পতিবার ২৩ জুলাই ভােগড়া বাইপাস এলাকায় ভেজাল বিরােধী মােবাইল কোর্ট পরিচালনা করেন মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজীপুর।

    প্রকাশিত: বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২০