Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে পুলিশের বিভিন্ন কর্মসূচী গ্রহন।


  মোহাম্মদ তাজুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

  কর্মসূচীর মধ্যে রয়েছে সকল থানার আওতাধীন বাসষ্ট্যান্ড, বাজার, জনসমাগমের স্থানে জনসাধারণকে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়া, বিনামূল্যে মাস্ক বিতরণ করা, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা।

  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসনে বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে এইসব কর্মসূচী পালন করা হবে।

  এই কর্মসূচীতে সকল ক্রাইম জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং অফিসার ইনচার্জগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলতেও জনসাধারণকে উৎসাহিত করা হচ্ছে।

  প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad