• সদ্যপ্রাপ্ত সংবাদ

    নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


    মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ- নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ও অজুনতলা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (২) ও জান্নাতুল ফেরদাউন প্রকাশ রুপা (৪)নামের দুই শিশু মারা গেছে।এদের মধ্যে খাদিজার বাড়ির সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে। সে ওই গ্রামের শহিদ উল্লাহর মেয়ে। এবং জান্নাতুল ফেরদাউস প্রকাশ রুপার বাড়ি উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে।

    সে ওই গ্রামের মোঃ আইয়ুবের মেয়ে।স্থানীয় লোকজন ও সেনবাগ হাসপাতাল সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে ওই দুই শিশু খেলা করতে গিয়ে নিখোজ হয়। পরে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের নিজ নিজ বাড়ির পাশবর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাদেরকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

    এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) মোঃ আবদুল বাতের মৃধা জানান,এধরণের কোন ঘটনা কেউ থানায় অবহিত করেনি।

    প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২০