• সর্বশেষ আপডেট

    রাজারহাটে পালিত হচ্ছে তারুণ্যের উদ্যোগে বৃক্ষ রোপণ উৎসব



    মাসুদ রানা,রাজারহাট:  বৃক্ষকূলকে আপন করে নেবার উৎসব। উদ্ভিদ জগতের বন্দনাগান। বৃক্ষ-উৎসব বিশ্ব প্রকৃতির সংরক্ষণে সংকল্প গ্রহণের উৎসব।

    ‘চাই সবুজ পৃথিবী নব-প্রজন্মের তরে, আর নয় বৃক্ষ নিধন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই…’ স্লোগান সামনে রেখে আজ ২১ জুন শুরু হল টিম-তারুণ্যের উদ্যোগে রাজারহাট উপজেলায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জুন মাসের ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত পালিত হবে তারুণ্যের বৃক্ষ রোপণ উৎসব। এ উপলক্ষে টিম-তারুণ্য রাজাহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ধারনের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়।

    বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষ-উৎসবের শুভ উদ্বোধন করেন তরুণ্যের আহবায়ক আহসানুল কবির‍ এবং হাকিম খন্দকার (পরিচালক সোনামনি কিন্ডার গার্ডেন ) আরো উপস্থিত ছিলেন টিম-তারুণ্যের সদস্য  শিহাব হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ মুরাদ খান , ইছানুর, হেমায়েতুল্লাহ ও অন্যন্য ব্যাক্তিবর্গ।

    বৃক্ষ রোপণ উৎসব পালিত হোক নগরে, প্রান্তরে; প্রতি ঘরের অঙ্গন হয়ে উঠুক সবুজ। পঞ্চভূতের মিলনে মানব ও উদ্ভিদের একাধারে বিকাশে রক্ষিত হোক প্রকৃতির ভারসাম্য।


    প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২০