• সর্বশেষ আপডেট

    বগুড়ার ৯টি রেডজোন এলাকাসহ ১০ জেলায় সাধারণ ছুটি ঘোষণা


    মনিরুজ্জামান, বগুড়াঃ- করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁকি বিবেচনায় জন-চলাচল/ জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশের রেড জোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    বগুড়ার ৯টি এলাকাসহ ১০টি জেলায় রেড জোন এলাকাসমূহ এই সাধারণ ছুটির আওতাভুক্ত হয়েছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে এই সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপণে উল্লেখিত বগুড়ার ৯টি এলাকাগুলো হলো,  চেলোপাড়া, নাটাইপাড়া, সূত্রাপুর, হারিপাড়া, ঠনঠনিয়া, কলোনী, জলেশ্বরীতলা, নারুলী ও মালতিনগর।

    এসব এলাকা ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

    প্রজ্ঞাপণে উল্লেখিত সাধারণ ছুটি ঘোষিত ১০টি জেলা সমূহ হলো, চট্টগ্রাম ,বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়নগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর।

    প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২০