• সর্বশেষ আপডেট

    সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা, দীর্ঘ এক দশক থেকে পাশের হার নগণ্য

    পাশের হার নগণ্য

    মাসুদ রানা, রাজারহাট, কুড়িগ্রামঃ- রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। স্থাপিত: ১৯৬০ সালে। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘ এক দশক থেকে এখানে পাশের হার নগণ্য। ২০২০ সালের দাখিল পরীক্ষায় ১৮ জনের মধ্যে মাত্র ৪ জন পাস করেছে। এক দশক থেকে জিপিএ-৫ কোনো ছাত্রছাত্রী পায়নি।এই মাদরাসার অধ্যক্ষ নিয়োগ বাণিজ্য নিয়ে তৎপর।মাদরাসা অবকাঠামো, শিক্ষার গুণগত মান, ছাত্রছাত্রীর উপস্থিতি, ক্লাসে পাঠদান কোনোটি তে দৃষ্টি দেন না। অধ্যক্ষ ঠিকমত মাদরাসা আসেন না। শিক্ষকরা ক্লাস ফাকি দিয়ে বাজারে ঘোরেন।

    অধ্যক্ষ সাথে ফোনে কথা বললে, তিনি জানান কত জন পাস করছে তিনি জানেন না এবং কত জন পরীক্ষা দিয়েছে তাও জানেন না। এমনকি মাদরাসা কোনো ছাত্রছাত্রীর নাম তিনি বলতে পারেন না। এলাকার অনেক অভিভাবক এর অভিযোগ এই মাদরাসায় ঠিক মত ক্লাস হয় না, দুপুর হলে ছেলে-মেয়ে বাড়ি আসে, অধ্যক্ষ প্রতিষ্ঠানের সঠিক দেখভাল করে না। তাই মাদরাসার এই অবস্থা। এই অধ্যক্ষ ২০১৯ সালের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাত্রছাত্রী দিয়ে ৫ম শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করায়। বিষয়টা জানাজানি হলে, অধ্যক্ষ আমাকে টাকা দিয়ে গোপন রাখতে বলেন। আমি সেই টাকা প্রতাক্ষণ করি। সত্য কে সবার সামনে তুলে ধরি। অতিসত্বর অত্র মাদরাসাটির ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।


    প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২০