• সর্বশেষ আপডেট

    বাগমারায় খর্দ্দকৌড়-শুভডাঙ্গা গ্রামীণ পাকা রাস্তার উদ্বোধন


    মুকুল হোসেন, রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (আইআরআইডিপি-২) এর আওতায় গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    আজ শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১২ টায় শুভডাঙ্গা ইউনিয়নের খর্দ্দকৌড় মোড়ে এই রাস্তাটির উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

    খর্দ্দকৌড়-শুভডাঙ্গা পর্যন্ত গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজটি বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ১ কোটি ৩৪ লাখের অধিক টাকা ব্যয়ে রাস্তাটি পাকাকরণ করা হয়।

    রাস্তাটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা আ’লীগের কৃষি বিয়সক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শুভযাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, সহ-সভাপতি শাহরিয়া আলী, সাধারণ সম্পাদক আজাহার আলী, যুগ্ম সাধরণ সম্পাদক আশিকুর রহমান সজল, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম এবং জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম।

    উদ্বোধন শেষে করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২০