• সর্বশেষ আপডেট

    অনিয়ম-দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে অটল:সেতুমন্ত্রী


    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী দলীয় পরিচয়ধারী কিংবা ক্ষমতাবান হলেও কোন ছাড় দেওয়া হবে না।

    আজ সকালে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। সুতরাং কেউ দুর্নীতি কিংবা অপরাধ করে পার পাবে না, সে যত ক্ষমতাবানই হোক না কেন।

    মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। এমন সংকটময় পরিস্থিতিতে সরকার এমন চর্চা নিরুৎসাহিত করে। দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

    প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২০