• সর্বশেষ আপডেট

    বগুড়াসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

    bogra-new-dcs-appointed
    বগুড়াসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ 

    মনিরুজ্জামান, বগুড়াঃ- বগুড়াসহ দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৫ শে জুন বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

    বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হক। এর আগে বগুড়ার সাবেক ডিসি ছিলেন ফয়েজ আহাম্মদ। তিনি বেশ কিছুদিন আগে পদোন্নতি পান।

    এছাড়াও ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি। মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী।

    এছাড়াও মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান। যশোরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান। নোয়াখালীতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খান। রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিল। এবং মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুন।

    প্রকাশিত: বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২০