Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নোয়াখালী সোনাইমুড়ির সায়মন হত্যার প্রধান আসামি গ্রেফতার।


  মোঃ ইব্রাহিম, নোয়াখালীঃ নোয়াাখালীর সোনাইমুড়ী পৌরসভার আলোকপাড়া গ্রামে সায়মন হত্যার প্রধান আসামি মীর হোসেন মীরাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।

  স্থানীয় সূত্রে জানা যায় ,গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে আলোকপাড়া গ্রামের কিছু যুবক ফুটবল খেলতে যায় ।খেলার মাঠে মীর হোসেনের সাথে সায়মনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মীর হোসেন খেলার মাঠ ত্যাগ করে। তারপর মীর হোসেন ১০-১৫ জন সন্ত্রাসী নিয়ে সায়মনের উপর হামলা করে, খুন হয় সায়মন। এরপর থেকে মীর হোসেন পলাতক ছিল।

  বুধবার সায়মন হত্যাকারী মীর হোসেনের ফাঁসি ও এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনাইমুড়ী উপজেলা পরিষদের সড়কে মানববন্ধন করেছিল এলাকাবাসী।

  সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ জানান, সাইমন হত্যার সাথে জড়িত প্রধান আসামি মীর হোসেনকে কয়েকদিন থেকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে আটক করা হয়। বাকি আসামিদেরকে অতিসত্বর আইনের আওতায় আনা হবে।


  প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad