• সর্বশেষ আপডেট

    করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে ৫ম স্থানে ভারত


    করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে ৫ম স্থানে ভারত

    করোনা আক্রান্তের সংখ্যার তালিকায় স্পেনকে ছাড়িয়ে পাঁচ নম্বরে ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন, মৃত্যু ৬ হাজার ৯৪৬ জনের। জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় এ তথ্য উঠে এসেছে।

    ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ হাজার ৮৮৭ জন শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২৯৪ জন। আর স্পেনে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। সেখানে মারা গেছেন ২৭ হাজার ১৩৫ জন। আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ১৯ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯ হাজার ৭৯১ জন।

    আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জন এই রোগটিতে মারা গেছেন। নতুন আক্রান্ত ২৭ হাজার ৭৫ জন। সব মিলিয়ে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬ জনের মৃত্যু হল। মোট আক্রান্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জন।

    এ তালিকার তিন নম্বরে রয়েছে রাশিয়া। দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়, ১৯৭ জন। এর আগে সেখানে সর্বোচ্চ ২৩২ জন মারা যায়, ২৯ মে।


    রাশিয়ান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, তাদের দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ হাজার ৮৫৫ জন আক্রান্ত হয়েছেন। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ১০২, মৃত্যু ৫ হাজার ৭১৭ জনের।

    যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৪৮ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ২৯৪ জন।

    যে চীন থেকে গত ডিসেম্বরে রোগটি ছড়িয়েছিল সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন ৬ জন কভিড-১৯ রোগী পাওয়া গেছে। আগের দিনের তুলনায় তিন জন বেশি। চীন সরকারের দাবি অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ৩৬ জন এই রোগে আক্রান্ত হলেন, যাদের অধিকাংশই সুস্থ। মৃত্যু ৪ হাজার ৬৩৪ জনের।


    প্রকাশিত: রবিবার, ০৭ জুন, ২০২০