• সর্বশেষ আপডেট

    লাদাখ সীমান্তে চীন-ভারত রক্তক্ষয়ী সংঘর্ষ; ২০ ভারতীয় সেনা নিহত

    লাদাখ সীমান্তে চীন-ভারত রক্তক্ষয়ী সংঘর্ষ

    লাদাখ সীমান্তে ভারত-চীনের চলা উত্তেজনা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই’র দাবি, হামলায় ভারতের অন্তত ২০ সেনা নিহত এবং চীনের কমপক্ষে ৪০ জন হতাহত হয়েছেন।

    মঙ্গলবার (১৬ জুন) রাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২০ জন নিহত হয়েছেন ওই সীমান্ত সংঘাতে। সরকারি সূত্রের মতে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে।

    সংঘর্ষ এবং হতাহতের বিষয়ে বিভিন্ন সূত্রের বরাত দেয়া হলেও, এ বিষয়ে দিল্লি বা বেইজিংয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য উল্লেখ করেনি এএনআই। এরআগে, সোমবার রাতের সংঘর্ষে এক কর্নেলসহ ভারতীয় তিন সেনার মৃত্যু হয়।

    এবারের সংঘাতে চীনের সেনাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রের বরাতে জানিয়েছে সেখানকার মিডিয়া। তাদের দাবি অন্তত ৪৩ চীনা সেনা হতাহত হয়েছে।


    ভারতীয় সেনা কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, গলওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৪৫ বছর পরে ফের সেনার হামলায় মৃত্যু হলো কোনো ভারতীয় সেনার। সর্বশেষ ১৯৭৫ সালে এমন ঘটনা ঘটেছিল।


    উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশ দুটি বেশ কিছুদিন ধরে সীমান্তে ভারী অস্ত্র মজুত করেছে। পূর্ব লাদাখের সীমান্ত অঞ্চলে ধীরে ধীরে এসব অস্ত্র নিয়েছে দুই দেশ। ভারী অস্ত্রের মধ্যে কামান এবং যুদ্ধের গাড়িও রয়েছে।


    প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২০