Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  নওগাঁয় পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানব বন্ধন


  আবু সাইদ চৌধূরী,নওগাঁ: নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। আজ দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এ্যাড: ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এম,এম রাসেল, সংগঠনের সদস্য নাইচ পারভীন ও সুষমা সাথী চৌধূরী প্রমুখ। বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী নওগাঁর ২৮ লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়েছেন।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে করোনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার জনগনের করোনার নমুনার পাঠাতে এবং রোগীকে নিবির পর্যবেক্ষনের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রিপোর্ট আসতে সময় লাগছে ৭-১০ দিন। ফলে এখানকার জনগনের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই জনগনের চিকিৎসার জন্য অনতিবিলম্বে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবী জানান তারা। 


  প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad