• সর্বশেষ আপডেট

    নান্দাইলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা


    মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।সাধারন মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। গত দুদিনে ১২ জন  করোনায়  আক্রান্ত হয়েছে বলে  নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসের।

    তিনি জানান, দুই  বারে ৪৭ টি নমুনার প্রকাশিত ফলাফলে ১২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

    আক্রান্তদের মধ্যে  ৭ জন পুরুষ ৫জন নারী  রয়েছেন। তাদের মধ্যে নান্দাইল মডেল থানার একজন এসআই সহ দুইজন পুলিশ সদস্য রয়েছেন। একজন স্বাস্থ্য সহকারী রয়েছেন। তার বাড়ি উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে।

    আক্রান্তদের মধ্যে  ৭ জনের বাসা নান্দাইল পৌরসদরের বিভিন্ন মহল্লায়। দুইজন আক্রান্ত রোগীর  বাড়ি চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে। একজনের বয়স বিশ বছরের নিচে, বাকীদের বয়স ৩০-৫০ বছরের মধ্যে।

    নান্দাইল উপজেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯০ জনের, ফলাফল এসেছে ৩৪২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩১ জন। সুস্থ হয়েছে ৮ জন।  বাকীরা হোম আইসোলোশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।



    প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২০