Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ময়মনসিংহে ৫০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা


  মোঃ ফজলুল হক ভুইয়া, ময়মনসিংহঃ ময়মনসিংহে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০১ জনে।

  আজ সোমবার (১ জুন) জেলা সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

  তিনি জানান, গত রোববার (৩১ মে) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে জেলার ২১০টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাদের মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার আটজন, ফুলপুরের চারজন, সদরের দুইজন ও নান্দাইলের একজন রয়েছেন।

  মসিউল আলম জানান, এ নিয়ে জেলায় ৬ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫০১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সংক্রমিতদের মধ্যে এ পর্যন্ত ১৭৮ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ছয়জনের।


  প্রকাশিত: মঙ্গলবার, ০২ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad