Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু


  বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।  নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২,৭৪৩ জন।

  এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলেন ৬৫,৭৬৯ জন, আর মৃত্যু হয়েছে ৮৮৮ জনের।

  রোববার (৭ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

  তিনি জানান, যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী সাত জন।

  গত ২৪ ঘণ্টায় ১৩, ১৩৬ টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে।

  এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭ টি।

  অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এই সময়ে সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩, ৯০৩ জন।

  এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা চার লাখ অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ২ হাজার ৯৪ জন মানুষ মারা গেছেন। আর এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৪ হাজার ৭২১ জন। সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ২৮১ জন।

  বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় আটই মার্চ। সেদিন তিনজন রোগী শনাক্ত হয়, যাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন ইতালি থেকে দেশে এসেছিলেন।

  তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ঘটে ১৮ই মার্চ।


  প্রকাশিত: রবিবার, ০৭ জুন, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad