• সর্বশেষ আপডেট

    ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ৪৩


    দেশে গত ২৪ ঘণ্টায়  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন।এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০৫ জনে। একই সময়ে আক্রান্ত আরও চার হাজার আট জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত।করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৪৮৯ জনে।

    আজ বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

    তিনি বলেন ৫৯টি গবেষণাগারে গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহ হয়েছে ১৮, ৯২২টি এবং পরীক্ষা করা হয়েছে ১৭,৫২৭টি।

    পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ।

    ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯২৫ জন। মোট সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৮৯ জন।

    আর যারা মারা গেছেন তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী।

    উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।


    প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২০