• সর্বশেষ আপডেট

    বাগমারায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

    জমি দখল

    মুকুল হোসেন, বাগমারা-রাজশাহীঃ- রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর (তলহারা) গ্রামের আসকান আলী সরদারের ছেলে রফিকুল ইসলামের (৬৫) জমি জোরপূর্বক দখল করে একই গ্রামের করিমের ছেলে মুনতাজ ও কাজিম উদ্দিনের ছেলে জাফর আলী।

    বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম মাঠে তার পাটক্ষেতে কাজ করতে গিয়ে দেখে তার অন্য আরেকটি নিজ দখলীয় জমিতে একই গ্রামের করিমের ছেলে মুনতাজ ও কাজিম উদ্দিনের জাফর আলী জোরপূর্বক হালচাষ করছে।এমন সময় রফিক ও তার ছেলে জিল্লুর রহমান(৩২) হালচাষে বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র কোদাল,দা,হাসুয়া দিয়ে এলোপাথাড়ি ভাবে তাদের মারপিট করে। এবং রফিকের মাথায় তারা হাসুয়া দিয়ে কোপ মারে।বর্তমানে রফিকুল ইসলাম রফিক বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।।এবিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)আতাউর রহমানের সাথে কথা বললে তিনি বলেন এ বিষয়ে এখন পর্যন্ত  কোন অভিযোগ আসেনি আসলে বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নিবো।


    প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০