• সর্বশেষ আপডেট

    রেড ও ইয়োলো জোন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

    রেড ও ইয়োলো জোন নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন

    করোনার সংক্রমণ রোধে শুধুমাত্র রেড জোনে সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 'রেড ও ইয়োলো জোন সাধারণ ছুটির আওতায় থাকবে' শীর্ষক শর্তটিতে পরিবর্তন এসেছে। নতুন সংশোধনী অনুযায়ী শুধুমাত্র রেড জোনে সাধারণ ছুটি থাকবে। ইয়োলো জোন সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। 

    সোমবার (১৫ জুন) বিকেলে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথমে সিদ্ধান্ত অনুযায়ী লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক বা আধা-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকার নির্দেশনা ছিল। তবে সংশোধনী অনুযায়ী শুধু লাল অঞ্চলে এ সাধারণ ছুটি বহাল থাকবে।

    এর আগে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অফিস খোলার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিল সরকার।

    এদিকে দেশে নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। ইতোমধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০৯৯ জন করোনা আক্রান্ত হন।


    অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০৯ জনে।

    করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।


    প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০