• সর্বশেষ আপডেট

    লালমোহনে টর্ণেডোর তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত



    মেহেদী হাসান মামুন,তজুমদ্দিন(ভোলা)::  ভোলার লালমোহনে টর্ণেডোর তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বিধ্বস্ত হয়েছে। বুধবার রাত পোনে ১০টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ, রমাগঞ্জ ও ধলীগৌরনগর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের উপর টর্ণেডো আঘাত হানে। এতে ওইসব এলাকার অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া টর্ণেডোর আঘাতে ছিড়ে যায় বিদ্যূতের লাইন । ফলে ২৪ ঘন্টা ধরে এসব এলাকার বিদ্যুত ব্যবস্থা বন্ধ রয়েছে ।


    এদিকে বৃহস্পতিবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ব্যক্তিগত তরফ থেকে নগদ পাঁচ হাজার করে টাকা ও প্রধানমন্ত্রীর দেয়া ত্রান সহায়তা প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য আরো ত্রান সহায়তা প্রদান করা হবে।


    উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর তালিকা করা হচ্ছে। তাদেরকে ত্রান সহায়তা দেয়া হবে।

    দিগন্ত নিউজ ডেস্ক/কেএস

    প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০