• সর্বশেষ আপডেট

    অবশেষে কলাপাড়ায় জব্দকৃত তক্ষকটি অবমুক্ত করা হলো ফাতরার বনে।

    জব্দকৃত তক্ষকটি অবমুক্ত
    অবশেষে কলাপাড়ায় জব্দকৃত তক্ষকটি অবমুক্ত করা হলো ফাতরার বনে।

    রাসেল কবির মুরাদ, কলাপাড়া-পটুয়াখালীঃ- মহিপুরের  ফাতরার জঙ্গলে (ইকোপার্কে) শুক্রবার  আটককৃত তক্ষকটি অবমুক্ত করা হয়েছে। এসময় কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস সালাম, সাংবাদিক এস. কে রঞ্জন, মো. ওমর ফারুক ও বোর্ডম্যান কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল গত ১৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া পৌর শহর হতে ৪ জন আসামীসহ একটি তক্ষক আটক করেন। পরে আদালত সেটি অবমুক্ত করার জন্য কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার উপর দায়িত্ব দেয়া হয়। তিনি শুক্রবার শেষ বিকেলে  সেই তক্ষকটি ফাতরার বনে ইকোপার্ক এলাকায় অবমুক্ত করেন।

    এবিষয়ে কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, আটককৃত তক্ষকটি অবমুক্ত করার জন্য মহামান্য কোর্ট আমার উপর দায়িত্ব দিয়েছিল। তাই আমি তক্ষকটি ফাতরার চড়ে ছেড়ে দিয়েছি।


    প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২০