• সর্বশেষ আপডেট

    বগুড়ায় ট্রাকের চাকার মধ্যে পাওয়া গেল ১৩৪ টি ফেন্সিডিল



    মনিরুজ্জামান, বগুড়া প্রতিনিধিঃ- গত ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের সীমাবাড়ী এলাকা থেকে ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। তবে এ ঘটনায় মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাওকে আটক করতে পারেনি শেরপুর থানা পুলিশ। শেরপুর থানা পুলিশ জানায়, একটি মালবাহী ট্রাকের সঙ্গে থাকা অতিরিক্ত চাকা মহাসড়কে খুলে পড়তে দেখলে টহলরত পুলিশ ওই ট্রাকটি থামতে বলে। পুলিশ থামতে বলায় ট্রাকটি আরো দ্রুত চলে যায়। পুলিশ মহাসড়কে পরে থাকা চাকাটি উদ্ধার করে এবং অনেকটা অংশ কাটা দেখে সন্দেহ হলে ভিতরে কেটে ফেন্সিডিলের বোতল দেখতে পায়। তৎক্ষণাৎ চাকাটির ভিতর থেকে ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

    এ ব্যাপারে বগুড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, আমাদের ধারনা শেরপুর উপজেলার সীমাবাড়িতে পুলিশের একটি চেকপোষ্ট রয়েছে, সেখানে তল্লাসীর সময় মাদক পাচারকারীরা ধরা পরার ভয়ে চাকাটি ফেলে দিয়ে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    প্রকাশিত: শুক্রবার, ০১ মে, ২০২০