• সর্বশেষ আপডেট

    সৌদি আরবে ঈদুল ফিতরের দিন ২৪ ঘণ্টার কারফিউ

    সৌদি আরবে ঈদুল ফিতরের দিন ২৪ ঘণ্টার কারফিউ

    মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।  ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত বলবৎ থাকবে এ কারফিউ। এর আগ পর্যন্ত মক্কা ছাড়া অন্যান্য অঞ্চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

    সৌদি আরবে গত ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়। এর আওতায় ৯টা-৫টা চলাচল এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল।এর আগে ২ এপিল সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি হয়েছিল।রমজান মাসের শুরুতে তা শিথিল করা হলেও করোনাভাইরাসের প্রকোপ বেশি এমন এলাকাগুলো পূর্ণ লকডাউনেই রাখা হয়েছিল।

    সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৯২৫ এবং মারা গেছে ২৬৪ জন।


    প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২০