• সর্বশেষ আপডেট

    শরীয়তপুরে সরকারি নির্দেশ না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অর্থ দন্ড।


    মোঃ-রেদওয়ান বিন কবির, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার সখিপুর থানায় সরকারি নির্দেশ না মানায় ১৯/০৫/২০২০ইং তারিখে মোট ৬টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।১৯মে রোজ বুধবার শরীয়তপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল হাই এর নেতৃত্বে সখিপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়। অত্র অভিযান পরিচালনাকালে ঐ বাজারের মোট ৬টি দোকানে অর্থদন্ড করা হয়।গত ১৭মে অতিরিক্ত মানুষের সমাগমের কারনে সমগ্র শরীয়তপুর জেলার সকল দোকানপাট,শপিংমল বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।তারই ধারাবাহিকতায় ১৯মে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে সখিপুর বাজারে অভিযান চালিয়ে ৬টি দোকানে মোট ৬,৩০০/-(ছয় হাজার তিন শত টাকা)জরিমানা করেন।এর মধ্যে ১টি দোকানে এবং ২টি ফার্মেসীতে ড্রাগ লাইসেন্স না থাকায় ও ২টি মুদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না থাকায় এবং কাশিমপুরের ১টি দোকানে লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে এই জরিমানা করা হয়। ঐ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল হাই এর তত্ত্বাবধানে ও জেলা পুলিশের একটি টিমের মাধ্যমে হ্যান্ড মাইক দ্বারা সকল অত্যাবশ্যকীয় দোকানদারকে সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কেনা-বেচা করতে বলা হয়েছে এবং অযথা লোকজনকে বাজারে ঘোরা-ফেরা করতে নিষেধ করা হয়েছে।মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব রোধে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। 


    প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২০