• সর্বশেষ আপডেট

    ময়মনসিংহে চাঁদাবাজীর অভিযোগে পৌর কাউন্সিলর আটক

    ময়মনসিংহে চাঁদাবাজীর অভিযোগে পৌর কাউন্সিলর আটক

    মোঃ ফজলুল হক ভুঁইয়া, ময়মনসিংহ:- ময়মনসিংহের হালুয়াঘাটে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে পৌর কাউন্সিলর শামসুদ্দিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানার এস আই এস এম খালিদ বাদী হয়ে চাঁদাবাজী মামলা দায়ের করেছেন।দুইজন ধৃত আসামী, দুইজন পলাতক ও দুইজন অজ্ঞাতনামা আসামীসহ মোট ছয়জনকে আসামী করা হয়েছে। অপর আসামীরা হচ্ছেন, আকনপাড়া গ্রামের মোঃ হালিম (৪৫), মনিকুড়া গ্রামের মৃত মিয়া হোসেনের পুত্র শওকত (৪০), কালিয়ানীকান্দা গ্রামের আব্দুর রশিদের পুত্র ফরিদ (৩০)। অজ্ঞাত দুইজন। মামলার বিবরন সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে মাল বোঝাই ট্রাক গাড়ী হইতে রসিদ মূলে ২ হাজার টাকা চাঁদা আদায় করে। একই ভাবে গত ৭ তারিখে রশিদের মাধ্যমে উল্লেখিত ব্যক্তিরাই ৩ হাজার টাকা চাঁদা আদায় করেছিলো। ট্রাক বোঝাইকৃত মালামালের মালিকের নাম মাজহারুল ইসলাম। তিনি ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের মুখলেছুর রহমানের পুত্র।মামলা ও তাদের আটকের বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গত রাতে নগরীর হাসপাতাল সংলগ্ন স্থানে মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করছে এমন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে।টাকা উত্তোলনের বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে বললে তারা তা দেখাতে পারেনি। এ ঘটনায় কাউন্সিলরসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রুজো হয়েছে।দুইজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

    দিগন্ত নিউজ ডেস্কঃএস বি কে

    প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২০