• সর্বশেষ আপডেট

    মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড

    মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড

    করোনাভাইরাস মহামারীর কারণে বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই সব ধরনের ফুটবল স্থগিত রয়েছে। তবে সম্প্রতি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের খেলা শুরুর চেষ্টায় নেমেছে বিভিন্ন লিগ কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, ছোঁয়াচে এই ভাইরাস পরবর্তী সময়ে খেলা মাঠে গড়ালেও বেশকিছু পরিবর্তন আসতে পারে।

     আগামী জুনের মাঝামাঝি সময়ে লিগ শুরুর চিন্তা করেছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ। এর মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবগুলো। চলতি সপ্তাহে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ফুটবলাররাও যোগ দিচ্ছে অনুশীলনে। তবে লিগ আবার শুরু হলে পরিবর্তন হবে অনেক নিয়মকানুনের।

    কদিন আগেই চলতি মৌসুমের জন্য বদলি খেলোয়াড়ের নিয়ম পাল্টেছে ফিফা। ম্যাচের নির্ধারিত সময়ে সর্বোচ্চ পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে। ইতোমধ্যে এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস।

    ফুটবলাররা মাঠে থুতু ফেললে রয়েছে কঠিন শাস্তি। সেক্ষেত্রে হলুদ কার্ড দেখাবেন রেফারি। প্রতি ম্যাচে সকল দলের স্কোয়াড সর্বোচ্চ ২৩ সদস্যবিশিষ্ট হবে। আর দ্বিতীয় বিভাগের ফুটবল লিগে এবং নারী ফুটবল লিগের ম্যাচের স্কোয়াড সর্বোচ্চ ২০ সদস্যবিশিষ্ট হবে।


    প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২০