• সর্বশেষ আপডেট

    করোনায় আক্রান্ত পাকিস্তানি সাবেক ক্রিকেটার


    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার তৌফিক ওমর। এর ফলে এখন স্বাস্থ্যবিধি অনুসরণ নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। 

    জানা গেছে, গতকাল শনিবার রাতে তাঁর পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পাকিস্তানের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

    নিজ দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’

    পাকিস্তান টেস্ট দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন উমর। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ২২ ওয়ানডে এবং ৪৪ টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার। আর সাদা পোশাকে ৭ সেঞ্চুরিতে ২৯৬৩ এবং রঙিন পোশাকে ৭ ফিফটিতে ৫০৪ রান করেছেন তিনি।অবসর না নিলেও অবশ্য দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন উমর।

    প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২০