• সর্বশেষ আপডেট

    কুমিল্লায় আবারও রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত ৮১জন,মৃত্যু ১


    এম এ বাশার কুমিল্লাঃ বিগত একমাস সিয়াম সাধনার পর আসছে ঈদুল ফিতর,নেই জেন ঈদের আনন্দ,দিনের পর রাত,আর রাতের পরেই দিন,শুধু বেড়েই চলছে কোভিড -১৯, মহামারী ভাইরাস,শুধু গ্রাম নয়,শহরে ও হু হু করে দখল করে নিচ্ছে এ ভাইরাস।আজ ২৪ শে মে (রবিবার) কুমিল্লা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৭ জনে। করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন।
    এছাড়াও আজ মারা গেছেন আরও ১ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ২০ জন।
    আজ ২৪ শে মে( রবিবার)  নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১ জন, আদর্শ সদরে ৩ জন, লাকসামে ৩ জন, মুরাদনগরে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, মনোহরগঞ্জে ১ জন, হোমনায় ১ জন, তিতাসে ২ জন, দাউদকান্দিতে ৩ জন, মেঘনায় ৮ জন, দেবিদ্বারে ৯ জন এবং চান্দিনায় ২২ জন।
    এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৯০ জন ।
    জেলা সিভিল সার্জন অফিস  থেকে  এ বিষয়টি নিশ্চিত করেছেন।
    কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৫২ জন, সদরে ৩২ জন, তিতাসে ১৭  জন,লাকসামে ৩৬ জন, দাউদকান্দিতে ১৯ জন, বুড়িচংয়ে ২৫ জন, চান্দিনায় ৫২ জন, দেবিদ্বারে ১৩০ জন, মুরাদনগরের ১১৮ জন, মেঘনায় ১০ জন, বরুড়ায় ১১ জন, বি-পাড়ায় ১৪ জন, সদর দক্ষিণে ১৭ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ১০ জন, হোমনায় ৫ জন, নাঙ্গলকোটে ৪৬ জন, লালমাইয়ে ৪ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৬০৭ জন।

    প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২০