Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  দেশে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ১৬০২, মৃত ২১ জন


  দেশে গত ২৪ ঘণ্টায়করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৬০২ জনকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯,৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।  এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২৩ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩৪৯ জন।

  আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

  করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকা, রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, ডিম, মাছ, মাংস, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

  দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad