Header Ads

parkview
 • সর্বশেষ আপডেট

  ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা শনাক্ত ১১৬৬,মৃত ২১


  দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৬,৭৫১ জন। 

  আজ মঙ্গলবার ঈদের পরদিন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

  অনলাইন বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫,৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

  গতকাল সোমবার ঈদের দিন পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,৯৭৫ জন। এর আগের দিন রবিবার ১,৫৩২ জন আর শনিবার ১,৮৭৩ জন শনাক্ত হয়েছিলেন। এছাড়া গত শুক্রবার ১,৬৯৪ জন; গত বৃহস্পতিবার ১,৭৭৩ জন; গত বুধবার ১,৬১৭ জন; গত মঙ্গলবার ১,২৫১ জন; গত সোমবার ১,৬০২ জন শনাক্ত হয়েছিলেন।

  আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।  প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২০

  Post Top Ad

  Post Bottom Ad