• সর্বশেষ আপডেট

    লকডাউনে দু’মাস বেতন পায়নি শ্রমিকরা, তাই গণ আত্মহত্যা

    লকডাউনে দু’মাস বেতন পায়নি শ্রমিকরা,তাই গণ আত্মহত্যা

    লকডাউনে দু’মাস বেতন পায়নি শ্রমিকরা,তাই গণ আত্মহত্যা করেছে। ভারতের তেলঙ্গানায় ঘটেছে এ ঘটনা । গত বৃহস্পতিবার ও শুক্রবার গ্রামের একটি কুয়ো থেকে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    উদ্ধারকৃত ৯ জনের মধ্যে ৬ জনের বাড়ি পশ্চিমবঙ্গে। দু’জনের বিহারে ও এক জনের বাড়ি ত্রিপুরা। এ ঘটনাকে পুলিশ গণ-আত্মহত্যা বলে ধারণা করছে। কেননা কারও শরীরে আঘাতের চিহ্ন নেই। ফলে হত্যার ঘটনা হওয়ার সম্ভবনা কম। এছাড়া এই শ্রমিকরা বাড়ি ফিরতে পারছিলেন না। দু’মাস ধরে জুটমিল ও অন্য কারখানা থেকে বেতন পাননি বলে জানা গেছে।


    ঘরে ফিরতে না-পারা, থাকার ঘর হারানো এবং চরম আর্থিক সঙ্কট নিয়ে সকলেরই অবস্থা ছিল দুর্বিষহ। পশ্চিমবঙ্গের মকসুদ আলম ২০ বছর আগে এখানে জুট মিলে কাজ করতে আসেন। কারখানার কাছাকাছি দুটি ঘরে সপরিবার থাকতেন তিনি। কিন্তু লকডাউনে বেতন না পাওয়ায় ঘর ছাড়তে হয়।

     স্থানীয় এক দোকানদার নিজের গুদাম ঘরে তাদের আশ্রয় দেয়। সেখানেই ছিলো কুয়োটি। পরে শুক্রবার কুয়ো থেকে মকসুদ, তার স্ত্রী নিশা, দুই ছেলে সোহেল ও শাবাদ, মেয়ে বুশরা খাতুন এবং তিন বছরের নাতি শাকিলের দেহ উদ্ধার করা হয়। খবর আনন্দবাজার।


    এছাড়া ত্রিপুরার বাসিন্দা শাকিল আহমেদ, বিহারের শ্রীরাম ও শ্যামেরও দেহ উদ্ধার করা হয় এই কুয়ো থেকে।

    দিগন্ত নিউজ ডেস্ক/কেএস

    প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২০