• সর্বশেষ আপডেট

    ফেনীতে আল্লাহ ও মুহাম্মদ নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য

    ফেনীতে আল্লাহ ও মুহাম্মদ নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য

    ফেনী শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝর্ণাধারা সম্বলিত দৃষ্টিনন্দন ‘আল্লাহ’ ও ‘হযরত মুহাম্মদ (সা:)’ এর নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ উদ্বোধন হয়েছে।রামপুর সড়কের মাথায় দৃষ্টিনন্দন স্থাপনাটি নির্মাণ করেছে স্থানীয় পৌরসভা।

     ভাস্কর্যটির ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসছেন। নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্য বর্ধন করায় ভীষণ খুশি সেখানকার জনগণ।


    আজ শুক্রবার বিকালে ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি ছিলেন পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির খান, পৌর যুবলীগ সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ ও ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ জিএস রবিউল হক রবিন প্রমুখ।

    প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২০